স্বামী-স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক হলে দুজনের জীবনেই এর প্রভাব পড়ে। জীবন বিষিয়ে যায়। তাই যেকোনো মূল্যে সবাই চান সম্পর্কটা ভালো রাখতে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে কী কী করতে হবে, চলুন জেনে নেই।
ঠিকভাবে কথা বলা
স্ত্রী যখন আপনার সঙ্গে কথা বলবে, তার দিকে সম্পূর্ণ মনোযোগ দিন। আপনার আগ্রহ না থাকলেও প্রথমে সে যা বলে মন দিয়ে শুনুন। তারপর কথা বলুন। এড়িয়ে যাবেন না। সে কোনো প্রশ্ন করলে কোনোভাবেই হ্যাঁ, হুম, ওহ বলে কাটিয়ে দেবেন না। যথাযথভাবে উত্তর না দিলে তার কাছে মনে হবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না। এতে সে অপমানিত বোধ করবে। হতে পারে আপনি এভাবেই কথা বলেন, কিন্তু সম্পর্ক ভালো রাখতে এই অভ্যাস ত্যাগ করতে হবে।
গুছিয়ে চলা
নারীরা সবচেয়ে বেশি অপছন্দ করে অগোছালো ঘর। সব সময় চেষ্টা করুন যতটা সম্ভব গুছিয়ে চলতে। কখনও কাপড়চোপড় এলোমেলো করে এদিক-ওদিক ফেলে রাখবেন না। যদি গোছানোর কেউ না থাকে, তাহলে নিজেই গুছিয়ে নিন। স্ত্রী গুছিয়ে রাখবে- এই আশায় বসে থাকবেন না। এতে তার বিরক্ত হওয়ার আশঙ্কা বাড়ে। অগোছালো থাকার অভ্যাস থাকলে সেটি থেকে বেরিয়ে আসুন এক্ষুনি।
পরিচ্ছন্নতা
ঘরের ভেতর আপনি যে কাজই করেন, চেষ্টা করুন পরিচ্ছন্ন রাখতে। কাজ শেষে কাজের জিনিসপত্র ঠিক জায়গায় রেখে দিন। এমনকি বাথরুম, সিঙ্ক কিংবা ফ্লোর অপরিচ্ছন্ন দেখলে নিজেই পরিষ্কার করে ফেলুন। এগুলো স্ত্রীর কাজ, সে করবে- এভাবে ভাববেন না। ঘরের সব কাজ মিলেমিশে করার চেষ্টা করুন। স্ত্রীর ওপর অযথা কাজের চাপ বাড়াবেন না।
অন্যায় আবদার নয়
কোনো সমস্যায় পড়লে আমরা সবাই চাই কেউ আমাদের সান্ত্বনা দিক। আমাদের সঙ্গে ভালো করে কথা বলুক। তাই বলে খেয়াল রাখবেন যেকোনো কিছুতেই যেন অতিরিক্ত শিশুসুলভ না হয়ে যান। কারও মনোযোগ চাওয়াতে অপরাধ নেই। কিন্তু সেটি যেন এমন পর্যায়ে না যায়, যাতে অন্য কেউ আপনার ওপর বিরক্ত হয়। কখনও অন্যায় আবদার করবেন না।
অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি নয়
নিজের অতীত থেকে থাকলে সেটি অতীতেই ফেলে আসুন। আগের সম্পর্কের জের যেন বর্তমানে না থাকে। এটি কোনো নারীই মেনে নিতে পারে না। এতে সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয়। পাশাপাশি আপনার স্ত্রীর অতীত নিয়েও ঘাঁটাঘাঁটি করবেন না।