ঘুমে ব্যাঘাত হলে কিংবা মানসিক চাপের কারণে চোখের আশপাশে ডার্ক সার্কেল দেখা দিতে পারে। এ ছাড়া অতিরিক্ত কম্পিউটার ও মোবাইল ব্যবহারের কারণেও এটা হতে পারে।
ডার্ক সার্কেল দূর করতে ঘরোয়া পদ্ধতি কাজে লাগাতে পারেন। চলুন জেনে নেই।
গাজর ও ডিম
ব্লেন্ডারে সতেজ গাজর পেস্ট করে নিন। তাতে ডিমের সাদা অংশ ও অ্যালোভেরা জেল মেশান। মিশ্রণটি চোখের চারপাশে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চাপাতি
গ্রিন টি, ব্ল্যাক টি এবং অন্যান্য ভেষজ চা ডার্ক সার্কেল দূর করতে সক্ষম। কয়েকটি ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে দিন। ১০ মিনিট পর সেগুলো বের করুন। চোখ বন্ধ করে ওই ঠান্ডা টি ব্যাগগুলো চোখের ওপরে রাখুন। ২০ মিনিট পর সেগুলো সরিয়ে ফেলুন। ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে পরিষ্কার করে নিন।
কফি পাউডার
কফি পাউডার, সামান্য মধু এবং ১ চা চামচ আলুর রস ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। তুলার সাহায্যে মিশ্রণটি চোখের চারপাশে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
দুধের সর
রাতে ঘুমানোর আগে দুধের সর লাগান চোখের আশপাশের ত্বকে। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
গোলাপজল
এক কাপ গোলাপজল নিন। তাতে তুলা ভিজিয়ে চোখের ওপর দিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখ।
আমন্ড তেল
রাতে ঘুমানোর আগে চোখের আশপাশের অংশে আমন্ড তেল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।