বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শীতে উষ্ণ রাখবে এই পানীয়গুলো

  •    
  • ৫ নভেম্বর, ২০২১ ১৫:৩৯

ননস্টিক প্যানে বিশুদ্ধ পানি, আদা, দারুচিনি আর চাপাতা নিয়ে চুলায় বসান। অন্তত ১০ মিনিট মধ্যম আঁচে জ্বাল দিতে থাকুন। পানি ফুটতে শুরু করলে মধু দিন। কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে ফেলুন। গরম গরম পান করুন।

শীত পড়তে শুরু করেছে। এই সময় শরীর উষ্ণ রাখতে পান করতে পারেন এই পানীয়গুলো। চলুন দেখে নিই।

মালড আপেল জুস

একটা পাত্রে আপেল জুস, কমলালেবুর খোসা, দারুচিনি আর লবঙ্গ নিন। অল্প আঁচে চুলায় বসিয়ে রাখুন। একটু ঘন হয়ে এলে মধু মিশিয়ে নিন। গরম থাকতে থাকতেই পান করুন। পরিবেশনের আগে দারুচিনি আর লেবুর খোসা দিয়ে সাজিয়ে নিলে দেখতেও ভালো লাগবে।

আদা-দারুচিনি চা

ননস্টিক প্যানে বিশুদ্ধ পানি, আদা, দারুচিনি আর চাপাতা নিয়ে চুলায় বসান। অন্তত ১০ মিনিট মধ্যম আঁচে জ্বাল দিতে থাকুন। পানি ফুটতে শুরু করলে মধু দিন। কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে ফেলুন। গরম গরম পান করুন।

লেবু-মধু চা

মাঝারি আঁচে পানি ফুটিয়ে নিন। চাপাতা যোগ করে দুই মিনিট ঢাকনি দিয়ে রাখুন। ছেঁকে নিন। মধু আর লেবুর রস মিশিয়ে গরম গরম পান করুন।

এ বিভাগের আরো খবর