সেই প্রাচীনকাল থেকেই কুকুর মানুষের বন্ধু। পৃথিবীতে শত রকমের কুকুর দেখতে পাওয়া যায়। এসব কুকুরের মধ্যে থেকে এক ডজন কুকুরকে গবেষকরা স্মার্ট কুকুর হিসেবে স্বীকৃতি দিয়েছে। রীতিমতো বৈজ্ঞানিক গবেষণার পরে মিলেছে এই স্বীকৃতি। চলুন, সেই কুকুরগুলো দেখে নিই।
বর্ডার কলি
ব্রিটিশ ইসলসের বংশধর বর্ডার কলি পৃথিবীর সবচেয়ে স্মার্ট কুকুর হিসেবে পরিচিত। এরা প্রখর চেতনাশক্তি, শারীরিক কসরত এবং বন্ধুত্বসুলভ আচরণের জন্য বিখ্যাত। পোষার আগে এদের প্রচুর শারীরিক এবং মানসিক ব্যায়ামের দরকার হয়।
গোল্ডেন রিট্রিভার
নামের মতোই এরা গোল্ডেন হার্টের অধিকারী। প্রচণ্ড বন্ধুত্বসুলভ এবং দয়ালু মনোভাব এদের বিশেষ গুণ। ফ্যামিলি পেট হিসেবে এরা বিখ্যাত। এদের গাইড ডগ হিসেবেও ব্যবহার করা যায়।
জার্মান শেফার্ড
নিজেদের নাম অনুযায়ী এরা বংশগতভাবে জার্মান। বিশেষভাবে পোষার জন্যই এই ব্রিডের জন্ম। এরা বিখ্যাত মিলিটারি এবং পুলিশের হয়ে কাজ করার জন্য। খোঁজাখুঁজি এবং উদ্ধারকাজের জন্যও বিশেষ পারদর্শী।
রটউইলার
রটউইলার পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাতের কুকুরদের মধ্যে একটি। এরা প্রায় রোমান সাম্রাজ্যের সময় থেকে এই পৃথিবীতে আছে। এরা প্রতিটি শতাব্দীর সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। যুদ্ধের ময়দান থেকে মানুষের বাড়িঘর সব জায়গায় এদের বিচরণ।
ডোবারম্যান পিনশার
১৮৮০ সালের দিকে জার্মানির কার্ল ফ্রেড্রিখ লুইস ডোবারম্যান নামের একজন ট্যাক্স কালেক্টর কাকতালীয়ভাবে এই ব্রিড উদ্ভাবন করেন। সুন্দর শরীরের গঠন, চামড়ার রং এবং প্রচণ্ড শক্তিশালী হওয়া এদের বৈশিষ্ট্য। এরা অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী।
পেমব্রোক ওয়েলশ কোরগি
এই জাতের কুকুরগুলোর সুন্দর চেহারা এদেরকে জনপ্রিয় করে তুলেছে। এদের বৈশিষ্ট্য হলো যেকোনো পরিস্থিতির সঙ্গে সহজেই মানিয়ে নেয়া।
ড্যাশুন্ড
এমনিতে এদের দেখে আদুরে মনে হলেও এরা খুবই একগুঁয়ে স্বভাবের হয়। এই জাতের কুকুরদের প্রশিক্ষণ দেয়াও কিছুটা জটিল। তবে আকার এবং রূপের জন্য এরা সবার প্রিয়।
বার্নিজ মাউন্টেইন ডগ
এরা মূলত সুইস ব্রিডের কুকুর। বিশালাকার পেশিবহুল শরীরের জন্য এরা বিখ্যাত। মালবাহী গাড়ি টানার কাজেও এদের ব্যবহার করা হতো। বেশির ভাগ ক্ষেত্রে চিজ এবং দুধের গাড়ি টানানো হতো বিধায় এদের আরেকটি ডাকনাম হলো চিজ ডগ। এরা শান্ত স্বভাবের হয়ে থাকে।
ল্যাব্রেডর রিট্রিভার
ল্যাব্রেডর রিট্রিভার জাতের কুকুর পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বলে বিবেচিত। এরা খুবই বন্ধুত্বসুল্ভ আচরণের হয়ে থাকে। এমনকি এদের পুলিশ বা আর্মির সঙ্গে কাজ করতেও ব্যবহার করা যায়।
বেলজিয়ান টারভুরান
গায়ের রং এবং ধরন অনুযায়ী এরা চার রকমের হয়ে থাকে। এদের গায়ের পশম খুবই লম্বা হয়। এদের একসময় পশুপালনের কাজে ব্যবহার করা হতো। এরা খুবই বুদ্ধিমান এবং সতর্ক স্বভাবের।
শিপ্পার্কে
আকারে ছোট এই কুকুরের উৎপত্তি বেলজিয়ামে। অত্যন্ত রাগী, একগুঁয়ে এবং চঞ্চল স্বভাবের জন্য এদের লিটল ব্ল্যাক ডেভিল নামেও ডাকা হয়। এরা বেশ বুদ্ধিমান এবং স্বাধীনচেতা স্বভাবের।
অস্ট্রেলিয়ান ক্যাটেল ডগ
এই জাতের কুকুর খুবই কর্মশক্তিপূর্ণ আর স্বাধীন স্বভাবের। নানা রকম খেলা দেখানোর কাজেও এদের ব্যবহার করা হয়। এদের খুব সহজেই প্রশিক্ষণ দেয়া যায়। এরা পাহারা দেয়াতেও পারদর্শী।