বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেভ করার আগে জেনে নিন

  •    
  • ২ নভেম্বর, ২০২১ ১১:৩৪

শেভ করার জন্য অবশ্যই ভালোমানের রেজার ব্যবহার করুন। চেপে রেজার টানবেন না, এতে ত্বকের ক্ষতি হয়। ধীরে ধীরে রেজার টানুন।

আমাদের অনেককেই নিয়মিত শেভ করতে হয়। শেভ করার সময় কিছু বিষয় লক্ষ রাখলে কাজটা সহজে করা যায়। চলুন বিষয়গুলো জেনে নেই।

সকালে গোসলের পর শেভ করলে সবচেয়ে ভালো হয়। এ সময় দাড়ি নরম থাকে, ফলে সহজে শেভ করা যায়। ত্বকও মসৃণ থাকে।

শেভ করার আগে ত্বক ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। ত্বকের সঙ্গে মানিয়ে যায় এমন জেল ও ক্রিম ব্যবহার করুন।

শেভ করার জন্য অবশ্যই ভালোমানের রেজার ব্যবহার করুন। চেপে রেজার টানবেন না, এতে ত্বকের ক্ষতি হয়। ধীরে ধীরে রেজার টানুন।

শেভ করার পর অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে নিন। শেভিংয়ের জন্য অ্যালকোহলমুক্ত পণ্য ব্যবহার করুন। জীবাণুমুক্ত রাখতে সপ্তাহে এক দিন রেজার গরম পানিতে ধুয়ে নিন।

যারা প্রতিদিন শেভ করেন তারা সপ্তাহে এক দিন মুখের ত্বককে বিশ্রাম দিন। এ দিন শেভ করবেন না।

ত্বক মসৃণ রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

যদি কখনো বাইরে সেলুনে শেভ করতে হয়, তাহলে অবশ্যই নতুন ব্লেড ব্যবহার করুন।

এ বিভাগের আরো খবর