পাবলিক বাসে চলাচল করার সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়। ভ্রমণও হয় আরামদায়ক। চলুন নিয়মগুলো জেনে নেয়া যাক।
পাবলিক বাসের স্টপেজ ঠিক করা থাকে। আপনার সুবিধামতো সবচেয়ে কাছে কোন স্টপেজটি আছে তা আগেই জেনে নিন। আপনার গন্তব্যে কোন বাস যাতায়াত করে, সেটাও আগে থেকে জেনে রাখা ভালো।
যদি যেখান থেকে উঠবেন সেখান থেকে চালক বা হেল্পারের চোখে পড়ে বাসটি এমন দূরত্বে আসার পর হাত উঁচিয়ে সিগন্যাল দিন।
বাস থামার পর আগে নামতে দিন এবং পরে উঠুন। বাসে ওঠার সময় আগে ডান পা দিয়ে উঠুন। নামার সময় বাম পা দিয়ে নামুন। তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে।
পাবলিক বাসে সাধারণত সিট নির্ধারিত থাকে না। ফাঁকা পেলে বসতে পারবেন নইলে দাঁড়িয়েই যাতায়াত করতে হবে। তবে এসব বাসে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সিট নির্ধারিত থাকে। এই ব্যাপারগুলো জেনে রাখা ভালো।
অনেকেরই বাসে উঠলে বমি পায়। এমন হলে হাতের কাছে পলিথিন ব্যাগ রাখবেন। কোনোভাবেই জানলা দিয়ে মাথা বা হাত বের করবেন না।
বাসে ভিড় থাকলে দরজার আশপাশে দাঁড়াবেন না। এতে অন্যদের ওঠানামা করতে অসুবিধা হবে। হেল্পারকে আগে থেকেই গন্তব্যস্থলে নামানোর কথা বলে রাখবেন।
জানালা যেন দুই পাশের সিটে বসা মানুষের কাজে আসে, সেভাবে জানালার অবস্থান ঠিক করুন। জানালা বন্ধ কিংবা খোলার সময় সামনে-পেছনের বসা মানুষটিকে জানিয়ে নিন।
বাসে চলাচলের সময় বাজার পরিবহনের ক্ষেত্রে সতর্ক থাকুন। বাজারের ব্যাগ থেকে পানি বা অন্য কোনো তরল পদার্থ বাসে যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখুন। বাজারের ব্যাগের কারণে অন্যদের যেন সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখুন।
সাধারণত কাঁধে ব্যাগ নিয়ে যখন বাসে চলাচল করা হয়, তখন সবাই দাঁড়িয়ে পিঠেই ব্যাগ রাখে। এ কারণে অনেকের চলাচলে সমস্যা হয়। চেষ্টা করুন পাবলিক বাসে দাঁড়ানো অবস্থায় ব্যাগ সামনের দিকে ঝুলিয়ে রাখতে।
পাবলিক বাসে চলাচলের সময় অন্যের সঙ্গে নিজের দূরত্ব রাখার দিকে খেয়াল রাখুন। যতই ভিড় বা চাপাচাপি হোক না কেন, অন্য কারও ওপর চাপ সৃষ্টি করবেন না। বিশেষ করে নারী ও শিশুদের অবস্থানের দিকে খেয়াল রাখুন।
স্টপেজ ছাড়া ওঠানামা করবেন না। নিজের সুবিধার জন্য যেখানে-সেখানে হাত তুলে বাস থামানোর নির্দেশ দিলে পথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা বাড়ে।
সব সময় লাইন ধরে বাসে উঠতে চেষ্টা করুন। যেখানে লাইন নেই, সেখানে চেষ্টা করুন ফুটপাতের একপাশে দাঁড়িয়ে লাইন তৈরি করতে।
মালপত্র পরিবহনের সময় এমনভাবে রাখুন, যেন অন্যদের সমস্যা না হয়। বিশেষ করে চলার পথে মালপত্র সতর্কভাবে রাখুন।