চট্টগ্রামের হাটহাজারীতে এক সরকারি কর্মকর্তার বাড়ির শৌচাগার থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দেওয়ান নগর এলাকায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মুহাম্মদ বেলাল হোসেনের বাসায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত কয়েক দফায় সাপগুলো উদ্ধার করে ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
সংগঠনটির সদস্য ফরহাদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আমরা বুধবার রাত নয়টার দিকে খবর পেয়ে ওই বাড়িতে যাই। পরে রাত দশটার দিকে ওই বাড়ির শৌচাগারের পাশ থেকে দুটি পদ্ম গোখরার বাচ্চা উদ্ধার করি। পরদিন (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে শৌচাগারের কমোড থেকে আরও সাতটি এবং রাতে আরও একটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়।’
মুহাম্মদ বেলাল হোসেন নিউজবাংলাকে বলেন, “বুধবার রাতে কমোডের পাশে একটা সাপের বাচ্চা দেখে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাই। সাপ উদ্ধার করে এমন কারও খোঁজ নিয়ে জানাবেন বলে জানান তিনি। এরই মধ্যে স্থানীয় এক সাংবাদিককে জানালে তিনি ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’কে খবর দেন। পরে তারা এসে সাপের বাচ্চাগুলো উদ্ধার করে।
‘তবে গতকাল (বৃহস্পতিবার) রাতে ১০ নম্বর বাচ্চাটি নিয়ে যাওয়ার পরও আরেকটি বাচ্চা আমরা পেয়েছি। আমরা যেহেতু পেশাদার না, সেটি উদ্ধার করতে গিয়ে মারা গেছে। আরেকটা শুক্রবার সকালে দেখেছি কমোডে, এখনও ধরতে পারিনি। তাদের জানাব আবার।’
শুক্রবার দুপুরের পর উদ্ধার করা পদ্ম গোখরার বাচ্চাগুলো বন বিভাগের মাধ্যমে হাটহাজারীর রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে বলে জানান স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’-এর সদস্য ফরহাদুল।