বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাধারণ সিগারেটের চেয়ে বেশি ক্ষতিকর মেন্থল সিগারেট

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ১৬:১৯

এ ধরনের সিগারেটগুলো নানা ফ্লেভারের হয়ে থাকে। নিঃশ্বাসের সঙ্গে সুগন্ধ বের হয়। সে কারণে লম্বা লম্বা টান দেয়ার প্রবণতাও বাড়ে। এতে ফুসফুস বেশি মাত্রায় নিকোটিন গ্রহণ করায় দ্রুত রক্তচাপ বেড়ে যায়।

যেকোনো ধূমপানই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট, বিড়ি, হুক্কা বা এ ধরনের কোনো কিছু একবার গ্রহণ করলেও তা ফুসফুসসহ বিভিন্ন অঙ্গের অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। তবে সাধারণ সিগারেটের চেয়ে মেন্থল সিগারেট বহুগুণ বেশি ক্ষতিকারক। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন নামের একটি আমেরিকান সংস্থার এক গবেষণামতে, অন্যসব সাধারণ সিগারেট একজন মানুষের যে ক্ষতি করে, মেন্থল সিগারেট শরীরে এর চেয়ে অনেক বেশি ক্ষতি করে।

মেন্থল সিগারেট কেন বেশি ক্ষতিকারক

মেন্থলজাতীয় সিগারেটের ফিল্টারে এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। ধোঁয়ার সঙ্গে মুখ, গলা এবং ফুসফুসের সংস্পর্শে এলে শীতল অনুভূত হয়। মূলত এটিই সমস্ত সমস্যার কারণ। দেখা যায়, এটি ভিন্নধর্মী বলে কম বয়সীরা সিগারেটে অধিক আগ্রহী হয়ে পড়ে। ফলে বাড়ে ধূমপায়ীর সংখ্যা।

এ ছাড়া এ ধরনের সিগারেটে থাকা মেন্থলের প্রভাবে ঠান্ডাভাব অনুভূত হয় বলে ধূমপায়ীদের মধ্যে ধোঁয়া ভিতরে ধরে রাখার প্রবণতা বাড়ে। কারণ এতে এক ধরনের আরাম পাওয়া যায়। ধোঁয়া বেশিক্ষণ ভিতরে ধরে রাখলে শরীর অধিক মাত্রায় নিকোটিন গ্রহণ করে। এতে মানুষ দ্রুত ধূমপানজনিত অসুখগুলোতে আক্রান্ত হয়।

এ ছাড়া দেখা যায়, এ ধরনের সিগারেটগুলো নানা ফ্লেভারের হয়ে থাকে। নিঃশ্বাসের সঙ্গে সুগন্ধ বের হয়। সে কারণে লম্বা লম্বা টান দেয়ার প্রবণতাও বাড়ে। এতে ফুসফুস বেশি মাত্রায় নিকোটিন গ্রহণ করায় দ্রুত রক্তচাপ বেড়ে যায়।

গবেষণা বলে, যারা যত লম্বা টান দেয়, তাদের সিগারেটে আসক্তিও সে হারে বৃদ্ধি পায়। ফলে ধূমপান ত্যাগ করা কঠিন হয়ে পড়ে।

চিকিৎসকদের দাবি, মেন্থল সিগারেট সাধারণ সিগারেটের তুলনায় শুধু রক্তচাপ বা হৃদরোগের আশঙ্কাই বাড়ায় না, পাশাপাশি ফুসফুস এবং ব্লাড ক্যানসারের মতো অসুখেরও কারণ হয়ে দাঁড়ায়।

সূত্র: মিড এন্ডারসন সেন্টার

এ বিভাগের আরো খবর