বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অজগর ভেবে পুষছিলেন রাসেলস ভাইপার

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ০২:০৪

বীর মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলামের ছেলে ইনামুল সর্দার গত ২২ অক্টোবর গাতিপাড়া সীমান্তের ১৩ ঘর এলাকায় গাছ কাটতে গিয়েছিলেন। সেখানে সাপটিকে দেখতে পান তিনি। অজগর ভেবে এটিকে পোষার জন্য বাড়ি নিয়ে আসেন ইনামুল।

যশোরের শার্শার বেনাপোল সীমান্তের বারোপাতা গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি রাসেলস ভাইপার সাপ।

বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম সর্দারের বাড়ি থেকে সোমবার বিকেলে সাপটিকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু ইসলাম।

স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলামের ছেলে ইনামুল সর্দার গত ২২ অক্টোবর গাতিপাড়া সীমান্তের ১৩ ঘর এলাকায় গাছ কাটতে গিয়েছিলেন। সেখানে সাপটিকে দেখতে পান তিনি। অজগর ভেবে এটিকে পোষার জন্য বাড়ি নিয়ে আসেন ইনামুল।

ইনামুল সর্দার বলেন, ‘সাপটিকে বাড়িতে এনে ইঁদুর ও ব্যাঙ খেতে দিতাম। অনেকেই সাপটিকে কিনে নিতে চেয়েছিলেন। আমি রাজি হয়নি। খবরটি ছড়িয়ে পড়লে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সোমবার বিকেলে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।’

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু ইসলাম বলেন, ‘সাপটিকে উদ্ধার করা হয়েছে। এটি অতি বিষাক্ত সাপ। সাপটিকে বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। তারাই এটিকে অবমুক্ত করবেন।’

রাসেল ভাইপার সম্পর্কে বাংলাদেশ বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা বলেন, ‘রাসেলস ভাইপার সাপটি ‘চন্দ্রবোড়া’ বা ‘উলুবোড়া’ নামেও পরিচিত। এটি ইঁদুর, ব্যাঙ ও টিকিটিকি খায়। বসতবাড়ির আশপাশে এসব বেশি থাকায় খাবারের খোঁজে রাসেল ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে। মানুষ দেখে আতঙ্কগ্রস্থ হয়ে কখনও কখনও আক্রমণও করে বসে।’

তিনি আরও বলেন, ‘সাধারণত পদ্মার চরাঞ্চল, নদী অববাহিকা ও বরেন্দ্র এলাকায় এই সাপের দেখা বেশি মেলে। এরা ডিম দেয়ার বদলে সরাসরি ৬-৬৩টি বাচ্চা প্রসব করে। দেখতে মোটা, লম্বায় ২ থেকে ৩ ফুট দৈর্ঘ্যের এই সাপের গায়ে ছোপ ছোপ গোলাকার কালো দাগ থাকে। এটি সম্পর্কে যার ধারণা নেই তিনি অজগর ভেবেই ভুল করবেন।’

আইইউসিএনের ২০১৫ সালের লাল তালিকা অনুযায়ী রাসেলস ভাইপার বাংলাদেশে সংকটাপন্ন প্রাণীর তালিকায় রয়েছে।

এ বিভাগের আরো খবর