বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেন সুগন্ধি ব্যবহার করবেন

  •    
  • ২৫ অক্টোবর, ২০২১ ১১:৫৩

সুন্দর পোশাকের মতোই ভালো সুগন্ধি একজন মানুষের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে। কেননা এর মাধ্যমে শরীরের দুর্গন্ধ বিষয়ে দুশ্চিন্তামুক্ত থেকে অনেক বিব্রতকর পরিস্থিতি এড়ানো যায়।

বহুকাল থেকেই সুগন্ধি মানুষের মধ্যে জনপ্রিয়। অনেকেই পারফিউম বা ডিউডোরেন্টস ব্যবহার করতে ভালোবাসেন। তবে অনেকে আবার নিয়মিত সুগন্ধি ব্যবহার করেন না। তাদের জেনে রাখা ভালো, এগুলো শুধু শরীরের দুর্গন্ধ থেকেই মুক্তি দেয় না, এর সঙ্গে একজন ব্যক্তির মনোবলও বৃদ্ধি করে। আত্মবিশ্বাস বাড়ায়। এছাড়াও সুগন্ধির রয়েছে নানা উপকারিতা। চলুন জেনে নেয়া যাক।

সুবাস

সুগন্ধি ব্যবহারের প্রধান কারণ হলো শরীরের দুর্গন্ধ তাড়িয়ে শরীরকে সুবাসিত করে তোলা। শত শত বছর ধরেই মানুষ ঘামসহ শরীরের আরও নানা দুর্গন্ধ দূর করতে এটা ব্যবহার করত। শুধু কি তাই, একজন মানুষকে সতেজ থাকতেও সহায়তা করে সুগন্ধি।

মন প্রফুল্ল রাখা

সুগন্ধি ব্যবহারের অন্যতম সুবিধা হলো এটি সুঘ্রাণ ছড়ানোর পাশাপাশি মন ভালো রাখে এবং প্রফুল্লতা নিয়ে আসে। একজন মানুষ তার ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে সুগন্ধি ব্যবহার করতে পারে। এতে সবার সামনে আলাদাভাবে নিজের পার্সোনালিটির প্রকাশ ঘটে।

আত্মবিশ্বাস বাড়ায়

সুন্দর পোশাকের মতোই ভালো সুগন্ধি একজন মানুষের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে। কেননা এর মাধ্যমে শরীরের দুর্গন্ধ বিষয়ে দুশ্চিন্তামুক্ত থেকে অনেক বিব্রতকর পরিস্থিতি এড়ানো যায়।

আকর্ষণীয় করে তোলে

মানুষের ৫টি ইন্দ্রিয়ের গুরুত্বপূর্ণ একটি হলো ঘ্রাণেন্দ্রিয়। মাঝেমধ্যে এমনও হয় যে, শুধু সুগন্ধির ওপর ভিত্তি করেই একজন আরেকজনের প্রতি আকর্ষিত হয়। পারফিউম বা সেন্ট ফেরোমনস (Pheromones) সমৃদ্ধ। একজন মানুষকে আকর্ষণীয় করে তুলতে এর কোনো জুড়ি নেই।

অ্যাফ্রোডিজিয়াক বা কামোদ্দীপক

মাঝেমধ্যে অনেক সুগন্ধি প্রাকৃতিক কামোদ্দীপক বা অ্যাফ্রোডিজিয়াক হিসেবে কাজ করে। বিশেষ ধরনের সুগন্ধিতে কিছু ফেরোমনস বৈশিষ্ট্য থাকে, যা অ্যাফ্রোডিজিয়াক হিসেবে ব্যবহৃত হয়। এটা ব্যাখ্যা করে যে আপনি যদি কারো প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন, তাহলে সেটা এই ফেরোমনস বৈশিষ্ট্যের জন্য।

স্বাস্থ্যের উন্নতি

সরাসরি স্বাস্থ্যের উন্নতিতে সুগন্ধির ভূমিকা না থাকলেও এটি মানুষকে চনমনে থাকতে সহায়তা করে। নানা রকম মানসিক চাপ ও উদ্বেগ থেকেও মনকে মুক্ত রাখে। পছন্দের সুগন্ধি ব্যবহারে মন ভালো হয়ে যায়। আর মন ভালো থাকা মানে অনেকাংশেই শরীরও ভালো থাকা।

অনিদ্রা দূর করে

বিশেষ কিছু সুগন্ধির থেরাপিউটিক প্রভাব রাতে ভালো ঘুম আনতে সাহায্য করে। এছাড়া কিছু অ্যাসেনশিয়াল অয়েল বা প্রয়োজনীয় তেল ধারণকারী পারফিউম মনকে শিথিল করে। এতে ঘুম ভালো হয়।

সূত্র: স্টাইলক্রেজ

এ বিভাগের আরো খবর