বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাপড় ধোয়ার নিয়মকানুন

  •    
  • ১৯ অক্টোবর, ২০২১ ১১:০৩

জিনস শার্ট এবং প্যান্টের মতো ভারী কাপড় ধোয়ার সময় উল্টো করে নেয়া ভালো। এতে ভিতরের ময়লাও পরিষ্কার হবে।

ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশে ধুলাবালি বেশি। তাছাড়া মানুষের শরীরও অতিরিক্ত ঘামে। তাই কাপড় ময়লা হয় বেশি। ফলে আমাদের নিয়মিত কাপড় ধুতে হয়।

কাপড় ধোয়ার আগে সাধারণ কিছু নিয়ম জেনে নিলে কাজটা আরও সহজ হয়ে যাবে। চলুন জেনে নেয়া যাক নিয়মগুলো।

১. বেশি ময়লা কাপড়ের সঙ্গে অপেক্ষাকৃত কম ময়লা কাপড় ভেজাবেন না। এতে সেই কাপড়গুলোতেও দাগ লাগার আশঙ্কা থাকে।

২. কোনো কাপড়ের ওপর সরাসরি ডিটারজেন্ট ব্যবহার করবেন না। প্রথমে কাপড় নিন, তারপর পানিতে ভেজান এবং সবার শেষে ডিটারজেন্ট দিন। ব্লিচ ব্যবহারের ক্ষেত্রে প্রথমে পানি, তারপর কাপড় এবং সবশেষে ব্লিচিং ডিটারজেন্ট দিতে হবে।

৩. সাদা কাপড় সব সময় আলাদা ধোয়ার চেষ্টা করুন। এতে করে অন্য কাপড়ের রং সাদা কাপড়ে লাগার আশঙ্কা থাকবে না।

৪. ডেনিমজাতীয় কাপড় যেমন জিনসের প্যান্ট, শার্ট, জ্যাকেট আলাদা ধোয়াই ভালো।

৫. উলের পোশাক কখনও গরম পানিতে ধোবেন না। এ ছাড়া এ ধরনের পোশাক বেশিক্ষণ ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে না রাখাই ভালো। এতে উল নষ্ট হয়ে যেতে পারে।

৬. সাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে চাইলে আধা কাপ ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার মিশ্রণটি দিয়ে কাপড় ধুয়ে ফেলুন।

৭. কাপড় বেশিক্ষণ দড়িতে ঝুলিয়ে রাখলে কাপড়ের সাইজ নষ্ট হয়ে যায়। এ ছাড়া রঙিন কাপড় অতিরিক্ত রোদে শুকাতে দেবেন না। বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত জায়গায় শুকাতে দিন। কেননা রোদে রং নষ্ট হয়ে যায়। শুকাতে দেয়ার আগে কাপড় উল্টে নিন।

৮. জিনস, শার্ট এবং প্যান্টের মতো ভারী কাপড় ধোয়ার সময় উল্টো করে নেয়া ভালো। এতে ভিতরের ময়লাও পরিষ্কার হবে।

৯. যেকোনো কাপড় ধুতে দেয়ার আগে এর ট্যাগ চেক করে নিন। বিশেষ করে দামি কাপড়ের ক্ষেত্রে এটি বেশি প্রয়োজন। ট্যাগে কাপড় ধোয়ার নিয়ম দেয়া থাকে।

১০. ওয়াশিং মেশিন ব্যবহার করেন? ফিল্টার বছরে অন্তত একবার পরিষ্কার করুন। পরিষ্কারের পর শুকিয়ে নিতে হবে।

১১. কোনো কাপড় প্রথমবারের মতো ধোয়ার সময় অবশ্যই আলাদাভাবে ধুয়ে পরীক্ষা করে নেবেন। কারণ নতুন কাপড় থেকে রং ওঠার আশঙ্কা থাকে।

১২. সাদা সুতির কাপড় ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করা ভালো। হালকা গরম পানিতে ডিটারজেন্ট গুলে কিছুক্ষণ কাপড় ভিজিয়ে রাখুন।

এ বিভাগের আরো খবর