বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চা বাগান, হাওর ঘুরতে ট্যুরিস্ট বাস

  •    
  • ১৩ অক্টোবর, ২০২১ ২০:১৮

মৌলভীবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার নূসরাত লায়লা নীরা বলেন, ‘ট্যুরিস্ট বাসে দুইটি প্যাকেজ থাকছে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখার দিকে। আর দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে শ্রীমঙ্গলের উদ্দেশে বড়লেখা থেকে যাত্রা শুরু করবে।’

অটোরিকশা বা জিপে নয়, এখন থেকে ৩০০ টাকায় মৌলভীবাজারের পর্যটনস্পটগুলো ঘুরে দেখা যাবে ট্যুরিস্ট বাসে।

জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট বাস উদ্বোধন করা হবে। তবে আগেই বিক্রি শুরু হয়ে গেছে টিকিট।

মৌলভীবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার নূসরাত লায়লা নীরা নিউজবাংলাকে বলেন, ‘পর্যটকদের ভ্রমণ আরও সুবিধাজনক করতে ৪০ সিটের দুইটি বাস দিয়ে এ সার্ভিস চালু করা হচ্ছে। এতে দুইটি প্যাকেজ থাকছে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখার দিকে। আর দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে শ্রীমঙ্গলের উদ্দেশে বড়লেখা থেকে যাত্রা শুরু করবে।’

যদি সাড়া ফেলে তাহলে প্রয়োজনে আরও বাস নামানো হবে বলে জানান তিনি।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এস কে দাস জানান, জেলা প্রশাসনের ট্যুরিস্ট বাস চালুর উদ্যোগ প্রশংসার দাবিদার। এতে জেলায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে। তবে বাস সার্ভিস নিয়মিত তদারকির মধ্যে রাখতে হবে।

কী কী আছে দুই প্যাকেজে?

প্রথম প্যাকেজের যাত্রা শুরু হবে শ্রীমঙ্গল থেকে। চা বাগান, গগন টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর ঘুরে বাস গিয়ে থামবে বড়লেখায়। টিকিটের দাম জনপ্রতি ৩০০ টাকা। দুপুরের খাবার খেতে চাইলে দিতে হবে আরও ১০০ টাকা।

বড়লেখা থেকে শুরু হবে দ্বিতীয় প্যাকেজের যাত্রা। লাউয়াছড়া ইকোপার্ক, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও বাইক্কা বিল ঘুরে যাত্রা শেষ হবে শ্রীমঙ্গলে। এই প্যাকেজের টিকিটের দাম জনপ্রতি ৩৫০ টাকা। খাবারের জন্য দিতে হবে ১০০ টাকা।

প্রথম দিন খাবার হিসেবে দেয়া হবে পোলাও, রোস্ট, ডিম ও আলুর চপ। প্রতিদিন মেন্যু পরিবর্তন করা হবে।

এই বাসে ভ্রমণ করলে কোনো ট্যুরিস্ট স্পটে দিতে হবে না প্রবেশ ফি।

কোথায় পাওয়া যাবে টিকিট?

শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের শ্যামলী, মৌলভীবাজারের হানিফ ও বড়লেখার শ্যামলী বাস কাউন্টার থেকে ট্যুরিস্ট বাসের টিকিট কেনা যাবে।

এ বিভাগের আরো খবর