যেকোনো সময়ে বাসায় হানা দিতে পারে পোকামাকড়ের দল। দখল করে নিতে পারে আপনার প্রিয় আবাস। তবে চিন্তার কিছু নেই। হাতের কাছে থাকা এটা-সেটা দিয়ে সহজেই পোকামাকড় থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন নিয়মগুলো দেখে নেই।
ভিনিগার
এক কাপ ভিনিগারের সঙ্গে দুই কাপ পানি মিশিয়ে নিন। মিশ্রণটি ঘরের আনাচকানাচে স্প্রের মাধ্যমে ছিটিয়ে দিন। পোকারা আপনার ঘর ছেড়ে পালাবে।
শসা
গোল করে কাটা শসা রেখে দিন ঘরের বিভিন্ন জায়গায়। শসায় থাকা প্রাকৃতিক উপাদান তেলাপোকা পছন্দ করে না। ফলে তারা এসব জায়গা এড়িয়ে চলবে।
গোলমরিচ
গোলমরিচ, পেঁয়াজ ও রসুন দিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট এক লিটার পানিতে গুলে বোতলে ভরে নিন। যেখানে পোকামাকড় দেখবেন সেখানে স্প্রে করুন।
পিপারমেন্ট অয়েল
পোকা পিপারমেন্ট অয়েলের গন্ধ সহ্য করতে পারে না। এক কাপ পানিতে আট ফোঁটা পিপারমেন্ট অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্প্রের বোতলে ভরে রাখুন। পোকামাকড় তাড়াতে ঘরের প্রতিটি কোনায় এটি স্প্রে করুন। ভিনিগার ও পিপারমেন্ট এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন।
পুদিনাপাতা
পোকা দূর করতে পুদিনাপাতা বেশ কার্যকর। কিছু পরিমাণ পুদিনাপাতা কুচি করে বিছানা বা ম্যাট্রেসের চারপাশে ছিটিয়ে দিন। এ ছাড়া কাপড়ের ভাঁজেও রাখতে পারেন পুদিনাপাতা। পোকা দূর করার পাশাপাশি কাপড়ে একটি সুন্দর গন্ধ পাবেন।
বেকিং সোডা
প্রাকৃতিক কিলার হিসেবে পরিচিত বেকিং সোডা। ঘরের যেসব জায়গায় পোকামাকড় দেখবেন, সেখানে বেকিং সোডা ছিটিয়ে দিন। কিছুদিন পর পরিষ্কার করে ফেলুন। তারপর আবার বেকিং সোডা ছিটিয়ে রাখুন ঘরের বিভিন্ন স্থানে।