বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুপার গয়নার দাগ তোলার পদ্ধতি

  •    
  • ১১ অক্টোবর, ২০২১ ১১:২২

পানি আর বেকিং সোডা মিশিয়ে গাঢ় পেস্ট বানান৷ সেই মিশ্রণ রুপার গায়ে লাগিয়ে বেশ খানিকক্ষণ রাখুন৷ নরম কাপড়ে ঘষে ঘষে মুছে ফেলুন৷

বেশি দিন পড়ে থাকলে রুপার গয়নায় কালো দাগ পড়ে যায়। চিন্তার কিছু নেই। সাধারণ কিছু পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই এই দাগ তুলে ফেলা সম্ভব। চলুন দেখে নেই পদ্ধতিগুলো।

টুথপেস্ট

নরম ব্রাশে টুথপেস্ট লাগিয়ে রুপার গয়নায় লাগান। ১০ মিনিট অপেক্ষা করে কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন। দাগ উঠে যাবে। জেল পেস্ট হলে চলবে না। নরমাল পেস্ট হলেই ভালো।

বেকিং সোডা

পানি আর বেকিং সোডা মিশিয়ে গাঢ় পেস্ট বানান৷ সেই মিশ্রণ রুপার গায়ে লাগিয়ে বেশ খানিকক্ষণ রাখুন৷ নরম কাপড়ে ঘষে ঘষে মুছে ফেলুন৷

বেকিং সোডা ও অ্যালুমিনিয়াম ফয়েল

বেকিং সোডা আর পানি ফুটিয়ে তার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরা ছেড়ে দিন৷ পানি টগবগ করে ফুটতে আরম্ভ করলে তার মধ্যে রুপার গয়না ছেড়ে দিন। কয়েক মিনিট পর তুলে শুকনো কাপড়ে মুছে নিন৷ সব দাগ গায়েব হবে।

অ্যালুমিনিয়াম ফয়েল আর ভিনিগার

আধ কাপ ভিনিগার আর এক কাপ পানি ফোটান৷ ফুটন্ত পানিতে গয়না দিয়ে রেখে দিন খানিকক্ষণ৷ কিছুক্ষণ পর তুলে মুছে নিলেই রুপা ফের ঝলমলিয়ে উঠবে৷

এ বিভাগের আরো খবর