বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গরমে ঘর ঠান্ডা রাখার ৭ উপায়

  • আবির আবরাজ   
  • ২ অক্টোবর, ২০২১ ১৫:৫২

ঘর বানানোর সময় এমনভাবে ডিজাইন করুন যেন ঘরে পর্যাপ্ত বাতাস আসে। ঘরের ভেতর আসবাব কম রাখুন।

গরমের যন্ত্রণায় ঘরে থাকতে পারছেন না? জেনে নিন কীভাবে ঘর ঠান্ডা ও আরামদায়ক রাখবেন।

১. উত্তর এবং পশ্চিমমুখী জানালা বন্ধ রাখুন। সূর্যের আলো আসে এমন সব খোলা জায়গা দিনের বেলায় পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে। পর্দা যেন গাঢ় রঙের হয়।

২. ঘর বানানোর সময় এমনভাবে ডিজাইন করুন যেন ঘরে পর্যাপ্ত বাতাস আসে। ঘরের ভেতর আসবাব কম রাখুন।

৩. ঘরের দেয়াল তাপ ছড়ায়। তাই দেয়ালে তাপনিরোধী পেইন্ট ব্যবহার করতে পারেন। সম্ভব হলে বাড়ির চারপাশে গাছপালা লাগান। চাইলে ঘরের ভেতরও ইনডোর প্ল্যান্টস রাখতে পারেন। এই উদ্ভিদগুলো তাপমাত্রা শোষণ করে ঘর ঠান্ডা রাখবে।

৪. রাতের বেলা উজ্জ্বল আলো ব্যবহার না করাই ভালো। এতে ঘরের তাপমাত্রা বেড়ে যায়।

৫. তুলা তাপ ধরে রাখে। তাই বিছানা বানানোর সময় কম তুলা ব্যবহার করুন। বিছানায় সুতির চাদর দিন।

৬. ঘরে ভেন্টিলেটরের ব্যবস্থা রাখুন। কোনোভাবে যেন তা বন্ধ না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। সিলিং ফ্যানের নিচে এক বালতি শীতল পানি রেখে দিতে পারেন। এতে ঘরের বাতাস শীতল হবে। তা ছাড়া সন্ধ্যায় বাড়ির ছাদে পানি ঢেলে দিলে তাপ কমে যাবে।

৭. ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে এমন সিলিং ফ্যান কিনুন। ঘরের ভেতরে রান্না করলে আগুনের তাপ চারদিকে ছড়িয়ে পড়ে। তাই রান্নাঘরে ওয়াল ফ্যান সেট করে নিন।

সূত্র: রেট্রো ফোম অব মিশিগান

এ বিভাগের আরো খবর