বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাত ও নখ থেকে হলুদের ছোপ তুলবেন যেভাবে

  •    
  • ২ অক্টোবর, ২০২১ ১০:৪৩

একটি মগে অর্ধেক পানি নিন। তাতে দুই চা-চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশান। এবার এই মিশ্রণে মিনিট খানিকের জন্য হাতটা ডুবিয়ে রাখুন। যখন তুলবেন, তখন হাতের পুরনো উজ্জ্বলতা ফিরে পাবেন।

হলুদ ছাড়া রান্নার কথা ভাবা যায় না। সমস্যা হচ্ছে, এই খাবারগুলো খাওয়ার সময় হাতে হলদে দাগ পড়ে যায়। খুব সহজে যেতেও চায় না সেটা। এ রকম পরিস্থিতিতে হলুদের দাগ তোলার কয়েকটি পদ্ধতি জেনে নিন।

প্রথম পদ্ধতি

কুসুম গরম নারিকেল তেল নিন। আঙুল এবং নখের যেখানে হলুদ ছোপ আছে সেখানে তেলটা মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। ভেজা তুলা দিয়ে দাগের ওপরে আলতো করে ঘষে ঘষে তেলটা তুলে নিন। তেলের সঙ্গে হলুদের দাগটাও উঠে আসবে।

প্রথম পদ্ধতি

এক চিমটি বেকিং সোডা নিন। তার মধ্যে অর্ধেকটা লেবুর রস চিপে দিন। একটা চামচ দিয়ে মিশ্রণটা ভালো করে নাড়ুন। থকথকে পেস্ট হয়ে যাবে। এবার আঙুল আর নখের যেখানে হলুদ দাগ আছে, সেখানে ঘষে ঘষে লাগান। এক থেকে দুই মিনিট অপেক্ষার পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। কাজ শেষে ভালো কোনও ময়েশ্চারাইজার হাতে মেখে নিন।

তৃতীয় পদ্ধতি

একটা মগে অর্ধেক পানি নিন। তাতে দুই চা-চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশান। এবার এই মিশ্রণে মিনিট খানিকের জন্য হাতটা ডুবিয়ে রাখুন। যখন তুলবেন, তখন হাতের পুরোনো উজ্জ্বলতা ফিরে পাবেন। অ্যাপেল সিডার ভিনিগার না থাকলে সাধারণ ভিনিগারও ব্যবহার করতে পারেন।

এ বিভাগের আরো খবর