চামড়ার তৈরি পণ্যের নিয়মিত যত্ন নেয়া জরুরি। বিশেষ করে চামড়ার ব্যাগ ও জুতার নিয়মিত যত্ন না নিলে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
চলুন দেখে নিই, যত্নটা কীভাবে করবেন।
চামড়ার তৈরি পণ্য বিশেষ করে ব্যাগ ও জুতা পানি দিয়ে পরিষ্কার করা যাবে না। এগুলো পরিষ্কারের জন্য বাজারে বিভিন্ন ধরনের ক্লিনার পাওয়া যায়। সেগুলো ব্যবহার করলে চামড়ার পণ্য ভালো থাকবে।
চামড়ার তৈরি পণ্যের ওপরে পানি পড়লে তুলা অথবা সুতি কাপড় দিয়ে হালকা করে মুছে নিন। জোরে ঘষাঘষি করা একেবারেই নিষেধ। অ্যালকোহল কিংবা স্পিরিটজাতীয় দ্রব্য যেন চামড়ায় না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এসব দ্রব্য চামড়ার ক্ষতি করে।
চামড়ার ব্যাগ ভাঁজ করে রাখা যাবে না। ব্যবহার না করে তুলে রাখলে অবশ্যই ব্যাগের ভিতরে কাগজ অথবা কাপড় ঢুকিয়ে রাখতে হবে। এতে ব্যাগের আকার ঠিক থাকবে।
চামড়ার ব্যাগ ও জুতা দীর্ঘদিন তুলে রাখলে ফাঙ্গাস ধরে। এই সমস্যা এড়াতে তুলে রাখা ব্যাগ ও জুতা মাঝে মাঝে রোদে দিতে হবে। তীব্র রোদে না দেয়াই ভালো। রোদ যখন হালকা থাকে যেমন সকালে কিংবা বিকেলে, তখন রোদে দেয়াই ভালো। আলো-বাতাস লাগলে ফাঙ্গাস ধরবে না।
ব্যাগের অথবা জুতার উজ্জ্বলতা হারিয়ে গেলে কন্ডিশনিং করুন। মুচির কাছে নিয়ে গেলে তারা এটা করে দেবে। বছরে অন্তত দুইবার কন্ডিশনিং না করলে চামড়া ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। মনে রাখতে হবে, উজ্জ্বলতা বাড়াতে তেল ব্যবহার করা যাবে না।