কেউই চান না তার প্রিয় গাড়িটিতে দাগ লাগুক। কিন্তু দুর্ঘটনাবশত লেগে যাওয়া অস্বাভাবিক নয়। অনেকে মনে করেন এই দাগ তোলা কঠিন। আসলেই কঠিন। তবে কয়েকটি নিয়ম মানলে সহজেই তোলা যায় গাড়িতে লাগা যেকোনো দাগ।
পার্মানেন্ট মার্কারের দাগ
গাড়ি থেকে পার্মানেন্ট মার্কারের দাগ তুলতে ব্যবহার করুন বডি স্প্রে। দাগের ওপর স্প্রে করে সুতি কাপড় দিয়ে আলতো করে ঘষতে হবে। এতে দাগ হালকা হবে এবং ধীরে ধীরে চলেও যাবে। কেরোসিন তেল ব্যবহার করেও মার্কারের দাগ তোলা যায়।
অ্যাক্রেলিক রং
হালকা গরম পানিতে গুঁড়া সাবান মিশিয়ে নিন। মিশ্রণটিতে সুতি কাপড় ভিজিয়ে রং পুরোপুরি না ওঠা পর্যন্ত দাগের ওপরে ঘষুন। তবে এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী কার ওয়াশিং সল্যুশন।
শুকিয়ে যাওয়া রং
রঙের দাগ শুকিয়ে গেলে ভয়ের কিছু নেই। এ ধরনের দাগ তুলতে নেইল পলিশ রিমুভার ব্যবহার করতে পারেন।
মরিচার দাগ
মরিচার দাগ তুলতে সবচেয়ে কার্যকর ভিনেগার। যেখানে মরিচা পড়েছে সেখানে অল্প পরিমাণ ভিনেগার স্প্রে করে রাখুন। কিছুক্ষণ পর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।
স্প্রে রং
এ ধরনের রং তোলা কিছুটা মুশকিল। তাই এ রং ঢেকে ফেলতে হবে। গ্যারেজে নিয়ে রং লাগা জায়গাটি নতুন করে পলিশ করে নেয়াই ভালো। এরপরও যদি দেখতে খারাপ লাগে তাহলে সম্পূর্ণ রং তুলে নতুন করে রং করে নিতে হবে।
মনে রাখতে হবে, দাগ তোলার ক্ষেত্রে মেটাল স্ক্র্যাবার ব্যবহার করা যাবে না। তাতে গাড়ির রং উল্টো উঠে যেতে পারে। দাগ তুলতে পেট্রোল ব্যবহারও নিষেধ। কারণ পেট্রোল গাড়ির উজ্জ্বলতা নষ্ট করে।