যেকোনো সময় বেড়ে যেতে পারে পিঁপড়ার উপদ্রব। এদের দূর করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। তবে বাড়িতে শিশু থাকলে সেগুলো ব্যবহার না করাই ভালো।
চলুন জেনে নেই ঘরোয়া পদ্ধতিতে পিঁপড়া তাড়ানোর কিছু উপায়।
লেবুর রস
কয়েকটি লেবু চিপে রস সংগ্রহ করুন। তাতে এক টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। মিশ্রণটা স্প্রে বোতলে ভরে যেখানে পিঁপড়ার উপদ্রব বেশি, সেখানে স্প্রে করুন। খুব দ্রুতই পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পাবেন।
দারুচিনি গুঁড়া
দারুচিনি গুঁড়া করে নিন। রাতে ঘুমাতে যাবার আগে পিঁপড়ার বাসা ও এর আশপাশে গুঁড়াগুলো ছিটিয়ে দিন। সকালে উঠে দেখবেন পিঁপড়ার দল পালিয়েছে।
গরম পানি
এক কাপ গরম পানিতে ১ টেবিল চামচ লবণ ও মরিচের গুঁড়া মেশান। পানি গরম থাকতে থাকতে পিঁপড়ার আনাগোনা যেখানে, সেখানে ছিটিয়ে দিন। পিঁপড়া দূর হবে সঙ্গে সঙ্গেই।
ভিনেগার
পিঁপড়া তাড়ানোর জন্য কালো ভিনেগার ব্যবহার করুন। কালো ভিনেগার স্প্রে বোতলে নিয়ে ছিটিয়ে দিন রান্নাঘরের আনাচকানাচে। পিঁপড়া দূর হবে।
গোলমরিচ গুঁড়া
এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়া মেশান। দ্রবণটি স্প্রে করে দিন পিঁপড়ার লাইন দেখলেই। মুক্তি পাবেন পিঁপড়ার উপদ্রব থেকে।