বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন জুতা থেকে ফোসকা পড়লে যা করবেন

  •    
  • ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:১৮

ফোসকা কমাতে মধু খুব ভালো কাজ করে। ফোসকার জায়গায় দিনে তিনবার অল্প করে মধু লাগিয়ে দেখুন। এতে ফোসকা দ্রুত শুকিয়ে যাবে।

অনেক সময় নতুন জুতা পায়ের সঙ্গে মানানসই হয় না। ফলে সেটা পরে হাঁটাচলা করলে কিছুক্ষণের মধ্যে গোড়ালির পেছন দিকে, বুড়ো আঙুলের পাশে অথবা পায়ের যেকোনো দিকে ফোসকা পড়ে। একবার ফোসকা পড়লে পরবর্তী কয়েক দিন কোনো জুতাই পরা যায় না।

ফোসকা যদি পড়েই যায়, তাহলে ঘরোয়া উপায়ে সমাধান মিলতে পারে। চলুন জেনে নেওয়া যাক।

নতুন জুতা কেনার পর

জুতার চামড়ার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোসকা পড়তে পারে, সেখানে ভ্যাসলিন লাগিয়ে রাখুন। এতে জুতার ওই জায়গাগুলো কিছুটা নরম হয়ে যাবে। কমবে ফোসকা পড়ার ঝুঁকিও।

ভ্যাসলিনের পরিবর্তে ব্যবহার করতে পারেন সরিষা অথবা নারিকেল তেল। এগুলোও জুতার চামড়া নরম করবে।

চাইলে জুতার শক্ত জায়গাগুলোতে পাতলা করে কাটা ফোম টেপ দিয়ে লাগিয়ে দিতে পারেন। এতেও পা আরাম পাবে।

তারপরও ফোসকা পড়লে

ফোসকা কমাতে মধু খুব ভালো কাজ করে। ফোসকার জায়গায় দিনে তিনবার অল্প করে মধু লাগিয়ে দেখুন। এতে ফোসকা দ্রুত শুকিয়ে যাবে।

ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেলও। ফোসকার ওপরে আলতো করে অ্যালোভেরা জেল লাগান। দিনে দুইবার লাগালেই চলবে। উপকার পাবেন।

ফোসকা যেন না ফাটে, সেদিকে লক্ষ রাখুন। ফেটে গেলে ক্ষতস্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করুন।

এ বিভাগের আরো খবর