বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুয়াকাটা সৈকতে ফের মৃত ডলফিন

  •    
  • ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৪৯

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি জানায়, এর আগে গত ১৬ সেপ্টেম্বর আরেকটি মৃত ডলফিন ভেসে আসে এই সৈকতে। সেটির লেজ জালে প্যাঁচানো ছিল। এ নিয়ে চলতি বছর ২২টি মৃত ডলফিন কুয়াকাটায় ভেসে এসেছে।

সাত দিনের মাথায় কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন।

সৈকতের তেত্রিশকানি পয়েন্টে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ৫ ফুট লম্বা ডলফিনটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে যান।

কমিটির সদস্য কে এম বাচ্চু জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে, তবে অর্ধগলিত না। ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, জেলেদের আঘাতে এটির মৃত্যু হয়েছে।

কমিটির আরেক সদস্য আবুল হোসেন রাজু জানান, এর আগে গত ১৬ সেপ্টেম্বর আরেকটি মৃত ডলফিন ভেসে আসে এই সৈকতে। সেটির লেজ জালে প্যাঁচানো ছিল। এ নিয়ে চলতি বছর ২২টি মৃত ডলফিন কুয়াকাটায় ভেসে এসেছে।

পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মৃত্যুর কারণ জানতে ডলফিনের ময়নাতদন্তের চেষ্টা করা হবে। সে লক্ষ্যে ঘটনাস্থলে এরই মধ্যে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

‘এর আগেও একাধিক মৃত ডলফিন সৈকতে ভেসে এসেছিল । বিষয়টি আমাদের ভাবিয়ে তুলছে। এর আগে পাওয়া একটি মৃত ডলফিনের অংশ পরীক্ষার জন্য আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের দপ্তরে পাঠিয়েছি। সেটির রিপোর্ট এখনও আসেনি।’

ডলফিন নিয়ে কাজ করা ইকোফিশ-২ প্রকল্পের বিশেষজ্ঞ মীর মোহাম্মদ আলীর মতে, সাগরের পরিবেশের পরিবর্তনের কারণেও এসব ডলফিন মারা যেতে পারে। তবে এটিই কারণ কি না তা জানতে প্রচুর গবেষণা দরকার। এ ছাড়া সাগরে খাদ্যের অভাব বা অক্সিজেনের স্বল্পতার অভাবেও ডলফিনগুলো মারা যেতে পারে।

প্রকল্পের আরেক বিশেষজ্ঞ সাগরিকা স্মৃতি জানান, সাগরে মাছ ধরার সময় জালে এসব ডলফিন পেঁচিয়ে গেলে জেলেরা শক্ত কোনো বস্তু দিয়ে এগুলোকে আঘাত করে। অনেক সময় প্যাঁচানো জাল কেটে দেয়। তখন এরা মারা যায়। মৃতদেহ ভাসতে ভাসতে তীরে আসে। এ জন্য জেলেদের সচেতন করতে হবে।

স্মৃতি আরও জানান, সচেতন করতে এরই মধ্যে কুয়াকাটায় জেলেদের নিয়ে একাধিক মিটিং ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, এক বছর আগে ডলফিন মারা যাবার কারণ উদঘাটনে জেলা প্রশাসনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সুপারিশে পাঁচটি কারণের মধ্যে অন্যতম প্রধান দুটি কারণকে দায়ী করা হয়েছিল।

কারণ দুটি হলো সাগরে জেলেদের জালে ডলফিন আটকে যাওয়া ও বড় জাহাজের পাখনায় ডলফিনের আঘাত পাওয়া।

এমদাদুল্লাহ আরও জানান, ওই দুই কারণ নিয়ে কাজ করতে সুপারিশ করা হয়েছিল। সেগুলোর বাস্তবায়ন হয়নি।

এ বিভাগের আরো খবর