দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেড় মাস ধরে নিম্নমুখী। এমন বাস্তবতায়ও ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়। এ জেলায় করোনা সংক্রমণের হার ২৯ দশমিক ৩১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সপ্তাহের উপাত্ত বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পঞ্চগড়ে করোনাভাইরাস ধরা পড়েছে ৩ হাজার ৬৮০ জনের দেহে। এর মধ্যে মারা গেছেন ৮৮ জন।
জেলায় গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়; একজনের মৃত্যু হয়েছে।
দেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। উদ্বেগ থাকলেও প্রথম কয়েক মাসে ভাইরাসটি সেভাবে ছড়ায়নি।
গত শীতে দ্বিতীয় ঢেউ আসার উদ্বেগ থাকলেও সংক্রমণ ও মৃত্যু কমে আসে। একপর্যায়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ শতাংশের নিচে নেমে যায়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবেচনায় মহামারি নয়; নিয়ন্ত্রিত পরিস্থিতি।
দ্বিতীয় ঢেউ উদ্বেগজনক হারে বাড়তে থাকে এপ্রিলের শেষ সপ্তাহে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের পর। সে সময় বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যু। এ পর্যায়ে শনাক্তের হার ৩৩ শতাংশের বেশি ছিল। দৈনিক মৃত্যু ২৫০ জন ছাড়িয়ে যায়।
সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চার মাসেরও বেশি সময় ধরে বিধিনিষেধ ছিল। এর প্রভাব দেখা গেছে করোনা সংক্রমণের ওপর। এক সপ্তাহ ধরে পরীক্ষা বিবেচনায় সংক্রমণ হার ৫ থেকে ৬ শতাংশের ঘরে রয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
৭ জেলায় সংক্রমণ ১০ শতাংশের বেশি
দেশে সম্প্রতি করোনা সংক্রমণ কমে এলেও ৭ জেলা এখনও ঝুঁকিপূর্ণ। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর বলেন, বাংলাদেশের যেসব জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের বেশি, সেগুলোকেই মূলত উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সেই হিসাবে করোনা সংক্রমণের হার ১০ শতাংশ থেকে ১৯ দশমিক ৯৯ শতাংশের মধ্যে রয়েছে ঠাকুরগাঁও, কুষ্টিয়া, ফরিদপুর, ঝিনাইদহ, নাটোর, মুন্সিগঞ্জ ও রাজবাড়ী জেলায়।
তবে দেশে একমাত্র জেলা পঞ্চগড়ে সংক্রমণ এখনও ২০ শতাংশের বেশি। এ জেলায় সংক্রমণ ২৯ দশমিক ৩১ শতাংশ।
১০ শতাংশের মধ্যে যেসব জেলায় সংক্রমণ
ভোলা, মেহেরপুর, দিনাজপুর, ঢাকা, নড়াইল, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, যশোর, সিরাজগঞ্জ, বগুড়া, শরীয়তপুর, রাঙামাটি, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কক্সবাজার, রাজশাহী, চুয়াডাঙ্গা, বাগেরহাট, সিলেট, গাইবান্ধা, পিরোজপুর, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, কুড়িগ্রাম, ফেনী, নরসিংদী, সাতক্ষীরা, রংপুর, শেরপুর, খাগড়াছড়ি, মাদারীপুর জেলায় সংক্রমণ রয়েছে ৫ শতাংশ থেকে ৯ দশমিক ৯৯ শতাংশের মধ্যে।
যেসব জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের নিচে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশের নীলফামারী, চাঁদপুর, মানিকগঞ্জ, নেত্রকোণা, ঝালকাঠি, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাট, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, নওগাঁ, সুনামগঞ্জ, বরগুনা, কুমিল্লা, পাবনা, হবিগঞ্জ, জয়পুরহাট জেলায় করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে।