বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বইয়ের যত্ন নেবেন যেভাবে

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪৫

র‍্যাক থেকে বই বের করার সময় স্পাইনের মাঝখানটা ধরে বের করুন, ওপর দিক থেকে টানলে স্পাইন ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

যতই ফোন কিংবা ই-বুক রিডার আসুক না কেন, বইয়ের আবেদন এখনও আগের মতোই আছে। সে কারণে মানুষ এখনও বই কেনেন; পড়েন।

আমরা আলমারিতে সে বই তুলে রাখি। শুধু তুলে রাখলেই বইয়ের যত্ন শেষ হয়ে যায় না। বই নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে হলে দরকার আরও নিবিড় যত্ন। ঠিক কীভাবে যত্ন করলে বইপত্র বেশি দিন ভালো থাকবে, তা জেনে নিন।

পরিষ্কার হাতে বই ধরুন

খেতে খেতে বই পড়ার অভ্যাস অনেকের। এ সময় যদি বইয়ের পাতায় খাবার লেগে যায় তাহলে সেই দাগ কখনও মুছে যাবে না। এই সামান্য দাগেই পোকামাকড়, পিঁপড়ের উপদ্রব হতে পারে। তাই পরিষ্কার হাতে বইয়ের পাতা উল্টান।

প্রোটেকটিভ কভার ব্যবহার করুন

বইয়ে ব্যবহারের জন্য প্রোটেকটিভ কভার পাওয়া যায়। হার্ড কভার বই বেশি দিন ভালো রাখতে চাইলে তেমন কিছু লাগিয়ে রাখতে পারেন। তাতে ধুলা-ময়লা ভেতরে ঢুকতে পারবে না।

ধুলা ঝাড়ুন

দুই-এক মাস পর পর বইয়ের ওপরে জমা ধুলা পরিষ্কার করুন। বইয়ের সঙ্গে বইয়ের র‍্যাকও ঝেড়ে নিন। অনেকে বর্ষার পর একবার বইয়ের গায়ে রোদ লাগিয়ে নেন। তাতে বইয়ের স্বাস্থ্য ভালো থাকে। তবে খোলামেলা পরিবেশে বই থাকলে সূর্যের আলো না লাগালেও চলে।

বুকমার্ক ব্যবহার করুন

বইয়ের পাতা কখনও ভাঁজ করে রাখবেন না। যে পাতাটি পড়ছিলেন সেখানে ফিরে যাওয়ার জন্য সমান্তরাল বুকমার্ক ব্যবহার করুন। বই পড়তে পড়তে উল্টো করে রেখে দেয়া বা মাঝে কলম অথবা পেনসিল গুঁজে রাখাটাও খারাপ। এতে পাতা আর স্পাইন দুটিই ক্ষতিগ্রস্ত হয়।

আঠা ব্যবহার নিষেধ

বইয়ের ছেঁড়া পাতা জোড়া দেবার জন্য আঠা ব্যবহার না করাই ভালো। অনেকে বলেন যে, সিলভারফিশ পোকা বই বাঁধাইয়ের সময় ব্যবহার করা আঠা খেয়ে বাঁচে। অতিরিক্ত আঠার গন্ধ তার বাহিনী টেনে আনবে। তাই বই সারাইয়ের জন্য স্বচ্ছ টেপ ব্যবহার করুন।

স্পাইনের মাঝখানে ধরুন

র‍্যাক থেকে বই বের করার সময় স্পাইনের মাঝখানটা ধরে বের করুন, ওপর দিক থেকে টানলে স্পাইন ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

নিমপাতা, কর্পূর

বইয়ের র‌্যাক অথবা আলমারিতে নিমপাতা অথবা কর্পূর রেখে দিলে পোকামাকড়ের উপদ্রব এড়ানো সম্ভব। তাতে বই কেটে ফেলার ঝুঁকি কমে যাবে।

এ বিভাগের আরো খবর