বলো তো দেখি বিশ্বের সবচেয়ে বড় সাপের নাম কী?
তোমরা হয়তো বলবে, অজগর।
না। বিশ্বের সবচেয়ে বড় সাপ হলো গ্রিন অ্যানাকোন্ডা বা সবুজ অ্যানাকোন্ডা। ওজন ও দৈর্ঘ্য উভয় দিক দিয়েই এরা বিশ্বের সবচেয়ে বড় সাপ। এরা প্রায় ৩০ ফুট লম্বা হতে পারে। ওজন হতে পারে সারে ৫ মণ।
গ্রিন অ্যানাকোন্ডার বৈজ্ঞানিক নাম Eunectes murinus। এরা সরীসৃপ গোত্রের ও মাংসাশী। এরা গড়ে ১০ বছর বাঁচে।
এরা বিষধর সাপ নয়। এদের শিকার করার প্রণালীটা একটু অন্য রকম। এরা দেহ দিয়ে শিকারকে প্যাঁচিয়ে ধরে। শিকারের শ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত চেপে ধরে রাখে। এক সময় শিকার দম বন্ধ হয়ে মরে গেলে এরা ভোজনপর্ব শুরু করে।
অ্যানাকোন্ডার চিবিয়ে খায় না, বরং শিকারকে গিলে ফেলে। এদের মুখ এতটাই বড় যে, জাগুয়ার ও ছোট হরিণ এমনকি মানুষও গিলে ফেলতে পারে। গ্রিন অ্যানাকোন্ডা দক্ষিণ আমেরিকায় বাস করে।