বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
খুকুমণি ঘুমাচ্ছে। সারা দিন পুতুল নিয়ে খেলার পর তার প্রিয় পুতুলটাকে নিয়ে দিয়েছে ঘুম।
ওর রুমটা খুব সুন্দর, তাই না?
টবে লাগানো গাছ আছে, পুতুল আছে, গাজরের ছবি আছে আরও কত কী!
তবে কী জানো, এই সুন্দর রুমের মধ্যে একটা পোকাও চলে এসেছে। চুপটি করে লুকিয়ে আছে।
তোমরা কী সেই পোকাটাকে খুঁজে বের করতে পারবে?
আমার মনে হয় পারবে।
চলো তাহলে, খোঁজা শুরু করা যাক।
সময় মাত্র ১ মিনিট।
-
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
নিচের ছবিতে পোকাটাকে দেখে নাও।