বন্ধুরা, চাইলে তোমরাও আমাদের কাছে জোকস লিখে পাঠাতে পারো। পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
দুই বন্ধু পিকনিকে গেছে। রাতে একটি তাঁবু টানিয়ে তার ভেতর ঘুমিয়ে পড়ল। মাঝরাতে এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে তুলল।
প্রথম বন্ধু: দোস্ত, আকাশটা দেখেছিস?
দ্বিতীয় বন্ধু: হুম, দেখছি।
প্রথম বন্ধু: কী বুঝলি?
দ্বিতীয় বন্ধু: আকাশে কোনো মেঘ নেই। অনেক তারা দেখা যাচ্ছে। তার মানে আজ বৃষ্টি হবে না।
প্রথম বন্ধু: আরে গাধা! আমাদের তাঁবুটা চুরি হয়ে গেছে। সে জন্য আকাশ দেখা যাচ্ছে।
-
বন্ধুরা, চাইলে তোমরাও আমাদের কাছে জোকস লিখে পাঠাতে পারো। পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com