বন্ধুরা, তোমরাও ছবি-ছড়া লিখতে পারো, তবে পাঠিয়ে দাও আমাদের কাছে। ঠিকানা: nbkidzone@gmail.com
একটি ছানা কালো রঙের
একটি ছানা সাদা,
-
কত্ত মজা! মা বকে না
লাগলে গায়ে কাঁদা।
-
পুকুর জলে কাটতে সাঁতার
নেই তো কোনো মানা,
-
বৃষ্টি এলে কী আনন্দে
ঝাঁপটিয়ে যায় ডানা।
-
হাঁসের ছানার হয় না জানি
মায়ের বকা খেতে,
-
বৃষ্টি বিকেল দেয় কাটিয়ে
দস্যিপনায় মেতে।
-
এবারের ছড়াটি পাঠিয়েছে গাজীপুর থেকে আমাদের বন্ধু আলমগীর কবির।
বন্ধুরা, তোমরাও ছবি-ছড়া লিখতে পারো। ছড়া লিখে পাঠিয়ে দাও আমাদের কাছে। ঠিকানা: nbkidzone@gmail.com