বন্ধুরা, তোমরাও ছবি ছড়া লিখতে পারো, তবে পাঠিয়ে দাও আমাদের কাছে। ঠিকানা: nbkidzone@gmail.com
রেলগাড়ি কই যাবে?
থামো দেখি ফের।
থামব না থামব না
কাজ আছে ঢের।
-
কই যাবে রেলগাড়ি
দূরে কতদূর?
যাব আজ ঢাকা হতে
ওই রংপুর।
-
লোকজন ঢের আছে
সময় তো নাই
যাই তবে আজ। পরে
কথা হবে ভাই।
-
যাও তবে রেলগাড়ি
সাবধানে যেও,
পরে যদি আসো তুমি
আমাকেও নিয়ো।
-
ছড়াটি পাঠিয়েছে ফকিরপাড়া, দিনাজপুর থেকে আমাদের বন্ধু শাকিব হুসাইন।
বন্ধুরা, তোমরাও ছবি ছড়া লিখতে পারো, তবে পাঠিয়ে দাও আমাদের কাছে। ঠিকানা: nbkidzone@gmail.com