মেরু ভালুককে তোমরা তো চেনোই। ধবধবে সাদা শরীর। বরফের দেশে বাস করে। মাছ শিকার করে খায়।
বরফের দেশের আরেক বাসিন্দা পেঙ্গুইন। ওদের কিন্তু কোট পরা ভদ্রলোকও বলে।
ছবিতে একটি মেরু ভালুক আর কয়েকটি পেঙ্গুইন দেখতে পাচ্ছ।
দারুণ দৃশ্য, তাই না?-
এই সুন্দর দৃশ্যে একটি বিরাট ভুল আছে। একটু খেয়াল করলে তোমরা সেই ভুলটা ধরতে পারবে। চেষ্টা করে দেখ তো, ধরতে পারো কি না।
সময় কিন্তু মাত্র ১ মিনিট।
-
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
উত্তর দেখতে নিচের ছবিতে চোখ বুলিয়ে নাও।
মেরু ভালুক উত্তর মেরুতে আর পেঙ্গুইন দক্ষিণ মেরুতে বাস করে। প্রাকৃতিক পরিবেশে তাদের একসঙ্গে হবার উপায় নেই।