বন্ধুরা, চাইলে তোমরাও ছড়া লিখে আমাদের কাছে পাঠাতে পারো। ছড়ার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
ময়না টিয়া দোয়েল কোয়েল
আরও কত পাখি
এই পাখিদের ভালোবেসে
কোলের কাছে রাখি।
-
কিচির মিচির ডাকে ওরা
খেতে দিলে খায়
নেচে নেচে উড়ে বেড়ায়
ফুলের কাছে যায়।
-
ছড়াটি লিখেছে আমাদের ছোট্ট বন্ধু রেহান মাহমুদ বিভোর।
সে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে পড়ে।
-
বন্ধুরা, চাইলে তোমরাও ছড়া লিখে আমাদের কাছে পাঠাতে পারো। ছড়ার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com