বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিরটাকে খুঁজে বের করো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ জুলাই, ২০২২ ১০:৪৩

বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

গভীর বন। সেই বনের মধ্যে একটা ডোবা।

ডোবার মধ্যে জন্মেছে জলজ উদ্ভিদ। বড় বড় গাছের ডালপালাও ভেঙে পড়ে আছে সেখানে।

এই গভীর বনে বাস করে একটা কুমির। এমনিতে সে ডোবার পানিতেই বাস করে। তবে মাঝে মাঝে ডাঙ্গাতেও উঠে আসে রোদ পোহানোর জন্য।

ছবিতে আমি সেই কুমিরটাকেও দেখতে পাচ্ছি।

তুমি কি পাচ্ছ?

না পেলে একটু খোঁজ করো। পেয়ে যাবে।

বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

উত্তর দেখে নাও নিচের ছবিতে।

এ বিভাগের আরো খবর