বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
ছবিতে খুব সুন্দর একটি প্রজাপতি দেখতে পাচ্ছ।
ওর কী হয়েছে জানো?
ক্ষুধা লেগেছে প্রজাপতিটার। এক্ষুনি উড়ে গিয়ে কোনো ফুল থেকে মধু না খেলে তার চলছেই না।
দূরে কয়েকটা ফুল দেখা যাচ্ছে। কিন্তু সেখানে কীভাবে যাবে বুঝতে পারছে না সে।
তোমরা কী ওকে ফুলের কাছে যাওয়ার পথ দেখাতে পারবে।
আমার মনে হয় পারবে।
তাহলে শুরু করে দাও। সময় মাত্র এক মিনিট।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
উত্তর দেখে নাও নিচের ছবিতে।