বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পান্ডাকে খুঁজে বের করো

  •    
  • ৭ জুন, ২০২২ ১২:৩১

বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

আজ আমরা খুঁজব একটি দুষ্ট পান্ডাকে।

ছবিতে স্ট্রমট্রুপার্সদের দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কারও কারও হাতে আছে বন্দুক। মনে হচ্ছে, এখনই যুদ্ধ করতে ওরা মহাকাশে রওনা দেবে।

এই স্ট্রমট্রুপার্সদের সঙ্গে দাঁড়িয়ে আছে একটি দুষ্টু পান্ডা। সহজে তাকে খুঁজে পাবে না। তাকে পেতে হলে মাথা খাটাতে হবে।

চলো তাহলে পান্ডাটাকে খুঁজে বের করি।

সময় মাত্র এক মিনিট।

বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

উত্তর দেখতে নিচের ছবিতে চোখ বুলিয়ে নাও।

এ বিভাগের আরো খবর