এই সুন্দর দৃশ্যে একটি বিরাট ভুল আছে। একটু খেয়াল করলে তোমরা সেই ভুলটা ধরতে পারবে। চেষ্টা করে দেখো তো, ধরতে পারো কি না।
সবুজ ঘাসের বুকচিরে বয়ে চলেছে ছোট্ট একটি নদী। নদীর ওপরে একটি ব্রিজ। ব্রিজ দিয়ে নদী পার হচ্ছেন এক ভদ্রলোক। দূরে দেখা যাচ্ছে পাহাড়। তারও পেছনে নীল আকাশ।
খুব সুন্দর না দৃশ্যটা?
এই সুন্দর দৃশ্যে একটি বিরাট ভুল আছে। একটু খেয়াল করলে তোমরা সেই ভুলটা ধরতে পারবে। চেষ্টা করে দেখ তো, ধরতে পারো কি না।
সময় কিন্তু মাত্র ১ মিনিট।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
উত্তর দেখতে নিচের ছবিতে চোখ বুলিয়ে নাও।
ছবির ভুল: ব্রিজের ওপাশে কোন নদী নেই।