চাইলে তোমরাও পছন্দমতো ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। তোমাদের সেই ছবি প্রকাশ হবে কিডজোনে। ছবির সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
ময়ূর এঁকেছে আমাদের ছোট্ট বন্ধু শিমুল।
রংবেরঙের পালকে সাজানো এই ময়ূর কোথায় পাওয়া যায়, আমার জানা নেই।
তবে শিমুল নিশ্চয়ই জানে।
চমৎকার এই ময়ূরটি আঁকার জন্য ওকে ধন্যবাদ।
বন্ধুরা, চাইলে তোমরাও পছন্দমতো ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। তোমাদের সেই ছবি প্রকাশ হবে কিডজোনে। ছবির সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
ছবি পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com