আজ তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব এক প্রতিভাবান শূকরের সঙ্গে। দক্ষিণ আফ্রিকায় বাস করা এই শূকরটি দারুণ সব ছবি আঁকতে পারে। আর সে কারণেই বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর নামের সঙ্গে মিল রেখে ওর নাম রাখা হয়েছে পিগাছো। শূকর ইংরেজি পিগ, তার সঙ্গে পিকাছোর নামের শেষ অংশ যোগ করে হয়েছে পিগাছো।
এবার পিগাছোর ইতিহাসটা বলা যাক। তখন ২০১৬ সাল। দক্ষিণ আফ্রিকার এক কসাইখানায় আনা হয়েছে একটা শূকরকে। কয়েক দিন পরই সেটাকে জবাই করে মংস বিক্রি করা হবে। হঠাৎ করেই শূকরটি চোখে পড়ে যায় খালামণি জোয়ান লেফছনের। তিনি শূকরটি বাড়িতে নিয়ে আসেন।
ছবি আঁকছে পিগাছো, পেছনে জোয়ান খালামণি।
একসময় তিনি লক্ষ করেন, শূকরটি মাটিতে এটা-সেটা আঁকতে চেষ্টা করছে। তিনি ওর মুখে রংতুলি দিয়ে আর্টপেপারে আঁকানোর চেষ্টা করেন। ব্যাপারটি খুব পছন্দ হয় শূকরটির। সেই থেকে এঁকে চলেছে সে। জোয়ান খালামণিও তার নাম রেখে দেন পিগাছো।
বিমূর্ত ছবি আঁকতে পছন্দ করে পিগাছো। একটা ছবি আঁকতে দুই দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় নেয় সে। পিগাছোর মালিক জোয়ান খালামণি সেই ছবি অনলাইনে বিক্রি করেন। পিগাছোর আঁকা ছবি দুই লাখ টাকাতেও বিক্রি হয়েছে। পিগাছোর ব্যক্তিগত ওয়েবসাইটও আছে। চাইলে তুমিও সেখানে গিয়ে পিগাছোর আঁকা ছবি কিনতে পারবে।