মরুভূমির মধ্য দিয়ে চলছে। আকাশে উঠেছে তপ্ত সূর্য।
পেছনে একটা খেজুরগাছও আছে।
এই চমৎকার ছবিটার মধ্যে একটা ভুল আছে। তোমরা কি সেই ভুলটা খুঁজে বের করতে পারবে?
আমরা সবাই উট চিনি, তাই না?
মরুভূমির দেশে থাকে। একটানা কয়েক দিন পানি পান না করলেও ওদের কিছু হয় না।
ছবিতে সে রকমই দুটি উট দেখতে পাচ্ছ।
মরুভূমির মধ্য দিয়ে চলছে। আকাশে উঠেছে তপ্ত সূর্য।
পেছনে একটা খেজুরগাছও আছে।
এই চমৎকার ছবিটার মধ্যে একটা ভুল আছে। তোমরা কি সেই ভুলটা খুঁজে বের করতে পারবে?
সময় মাত্র এক মিনিট। চলো তাহলে শুরু করা যাক।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
উত্তর দেখতে নিচের ছবিতে চোখ বুলিয়ে নাও।