চাঁদ মামা আমাদের অনেক উপকার করে। সে আমাদের জ্যোৎসনা দেয়। চাঁদ মামার কারণে জোয়ারভাটা হয়। শুধু কি তাই, ঈদের চাঁদ উঠলে আমাদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।
আজ আমরা সেই উপকারী চাঁদ মামাকে বানাব। চলো তাহলে শুরু করা যাক।
-
যা যা লাগবে
একটা কাগজের প্লেট, কাঁচি, নীল, হলুদ এবং কালো রঙের মার্কার, সাদা কাগজ আর একটুখানি সুতো।
-
যেভাবে বানাবে
প্রথমে কাগজের প্লটকে চাঁদ মামার আকৃতিতে কেটে নেবে। চাঁদটা মানুষের মুখের আকৃতিতে কাটতে পারলে আরও ভালো। এবার নীল রঙের মার্কার দিয়ে প্লেটটাকে রং করে ফেলবে।
সাদা কাগজ তারার আকৃতিতে কেটে হলুদ রং করে নেবে।
তারাটাকে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে চাঁদের সাথে ঝুলিয়ে দেবে। সবশেষে কালো মার্কার দিয়ে চাঁদ মামার চোখ ও মুখ এঁকে ফেলবে।
ব্যস হয়ে গেল ঈদের চাঁদ। এবার তোমার রুমের দেয়ালে ঝুলিয়ে দাও চাঁদ মামাকে।
বন্ধুরা, চাইলে তোমরাও ক্রাফট বানিয়ে সেটার ছবি তুলে আমাদের কাছে পাঠাতে পারো। সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com