বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। ছবির সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
আকাশে উঠেছে ঈদের নতুন চাঁদ। তাই দেখে মহাখুশি সবাই।
ঈদে মজার মজার খাবার খাওয়া যাবে। পাওয়া যাবে সালামি। এখানে-ওখানে বেড়ানোও হবে।
চমৎকার এই ছবিটি এঁকেছে আমাদের বন্ধু ওয়াহিদা জান্নাতি আদনি।
সে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। ছবির সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com