বাঘের ভয়ে পালায় ঘোড়া
পালায় আরও হাতি
সিংহ, শেয়াল বন পেরিয়ে
পালায় রাতারাতি।
হরিৎ বনের গুহায় থাকে
একটা বড় বাঘ
বনের মাঝে দাপট চলে
ভীষণ যে তার রাগ।
_
বাঘের ভয়ে পালায় ঘোড়া
পালায় আরও হাতি
সিংহ, শেয়াল বন পেরিয়ে
পালায় রাতারাতি।
_
কিন্তু একি! একটা প্রাণী
বাঘকে বড় জ্বালায়
ইঁদুর দেখে বনের বাঘ
লেজ গুটিয়ে পালায়।