মশা আমরা সবাই চিনি। সুযোগ পেলেই এরা আমাদের রক্ত পান করে। আজ আমরা এই পোকাটা সম্পর্কে কিছু তথ্য জানব।
১. পৃথিবীতে ৩,৫০০-এর বেশি প্রজাতির মশা পাওয়া গেছে। শুধু এন্টারটিকা মহাদেশে মশা নেই।
২. পুরুষ মশা কেবল এক দিন বাঁচে। নারী মশা সচরাচর ৬-৮ সপ্তাহ বেঁচে থাকে।
৩. ধারণা করা হয়, মশা ২৫০০ বছর আগে পৃথিবীতে জন্ম নিয়েছে।
৪. শুধু নারী মশা রক্ত পান করে। পুরুষ মশার রক্ত চোষার মতো হুল নেই। ওরা কচি পাতার রস ও ফুলের মধু পান করে বাঁচে।
৫. মশা সেকেন্ডে প্রায় ৩০০-৬০০ বার ডানা ঝাপটাতে পারে। অতি অল্প সময়ে এতবার ডানা ঝাপটানোর কারণেই আমরা গুনগুন শব্দ শুনতে পাই।
মশা এবং তার ডিম
৬. একটি মশা ঘণ্টায় প্রায় ১-১.৫ মাইল বেগে উড়ে যেতে সক্ষম!
৭. মশা আমাদের কামড় দেয় না, কারণ এর কোনো দাঁত নেই। এরা শুঁড় দিয়ে আমাদের শরীর থেকে রক্ত চুষে নেয়।
৮. মশা থেকে নানা ধরনের রোগ ছড়ায়। এর মধ্যে আছে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি। এসব রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় ২০ লাখেরও বেশি মানুষ মারা যায়।
মশার ছানা
৯. মশা তার শরীরের ওজনের তিন গুণ বেশি রক্ত পান করতে পারে। এই পরিমাণ রক্ত নিয়ে উড়তে তাদের কোনো সমস্যা হয় না।
১০. একটি মশা একবারে ৩০০টির বেশি ডিম দেয়।