তোমরাও যদি আদনীর মতো ছবি আঁকতে পারো, তাহলে সেটা পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়। তোমার আঁকা ছবি প্রকাশ করবে কিড জোন।
গ্রামের হাটের ছবি এঁকেছে আমাদের ছোট্ট বন্ধু ওয়াহিদা জান্নাতি আদনী।
নদীর তীরে নানা রকমের পণ্য নিয়ে বসেছেন বিক্রেতারা। কেউ এনেছেন মাছ, কেউ এনেছেন লাউ।
ক্রেতারা ঘুরে ঘুরে তাদের পছন্দের পণ্য কিনছেন।
চমৎকার এই ছবিটি আঁকার জন্য আদনীকে ধন্যবাদ।
বন্ধুরা, তোমরাও যদি আদনীর মতো ছবি আঁকতে পারো, তাহলে সেটা পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়।
তোমার আঁকা ছবি প্রকাশ করবে কিড জোন। ছবির সঙ্গে তোমার একটি ছবি, তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।
আমাদের ই-মেইলের ঠিকানা nbkidzone@gmail.com