বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোবট ছাগল বেক্স

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ মার্চ, ২০২২ ১৫:৪২

সাদা রঙের এই ছাগলটার বিশাল দুটো শিংও আছে। সে করে কি জানো? সুইচ টিপে দিলেই সে এখানে-সেখানে হেঁটে বেড়ায়।

কাওয়াসাকি রোবোটিক্স দারুণ একটা ছাগল বানিয়েছে।

সত্যিকারের ছাগল নয়, রোবট ছাগল।

সাদা রঙের এই ছাগলটার বিশাল দুটো শিংও আছে।

সে করে কি জানো?

সুইচ টিপে দিলেই এখানে-সেখানে হেঁটে বেড়ায়।

চোখ নেই, তবুও দেখতে পায়।

চোখের বদলে ক্যামেরা লাগানো আছে যে।

সবচেয়ে মজার ব্যাপার কি জানো?

চাইলে ঘোড়ার মতো এই রোবট ছাগলের পিঠেও ওঠা যায়।

রাগ হয়ে সে ফেলেও দেয় না। দেয় না গুঁতোও।

এই লক্ষ্মী ছাগলটার সুন্দর একটা নামও আছে।

সবাই ওকে বেক্স বলে ডাকে।

তুমি যদি বেক্সের সঙ্গে দেখা করতে চাও, তাহলে তোমাকে যেতে হবে জাপানে।

কারণ বেক্স ওই দেশেই বাস করে।

এ বিভাগের আরো খবর