ছোট্ট মেয়েটা স্কুলে যাচ্ছে। সঙ্গে আছে তার বাবা। বাবার হাতে স্কুলের প্রজেক্ট।
নিচে এ রকমই দুটি ছবি দেখতে পাচ্ছ।
আপাতত একই রকম মনে হলেও একটু খেয়াল করলে দেখবে, ছবি দুটির মাঝে বেশ কিছু পার্থক্য আছে।
তুমি কি পার্থক্যগুলো খুঁজে বের করতে পারবে?
আমার মনে হয়, পারবে।
তাহলে দেরি না করে খোঁজা শুরু করে দাও।
সময় মাত্র ৩ মিনিট।
সময় শেষ হলে নিচের ছবি দেয়া উত্তরের সঙ্গে তোমার উত্তরগুলো মিলিয়ে নাও।
পার্থক্য: বাবার চশমা এবং বেল্টটা নেই। মেয়েটার মুখের হাসি গায়েব। তার চুলের একটি বেণী, জামার বোতাম আর একটি মোজা নেই। SCHOOL বানানটা ভুল। বিল্ডিংয়ের একটি জানালা আর রাস্তার পাশের খানিকটা ঝোপও হাওয়া।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com