চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
শজারুটা পড়েছে মহাবিপদে।
মাটির মধ্যে গর্ত করে বাসা বানিয়েছে সে। কিন্তু এখন সেই বাসা থেকে বেরোতে পারছে না।
পারবে কী করে! এত অলিগলি বানিয়েছে যে, এখন সে নিজেই পথ খুঁজে পাচ্ছে না।
তুমি কি ওকে পথ দেখাতে পারবে?
সময় কিন্তু মাত্র এক মিনিট।
বেশ তাহলে শুরু করে দাও।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
উত্তর দেখতে নিচের ছবিতে চোখ বুলিয়ে নাও।