তোমরাও ছড়া লিখে আমাদের কাছে পাঠাতে পারো। আঁকতে পারো ছবি, লিখতে পারো গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
বই মেলা
-
বইমেলা, প্রাণের মেলা
বইমেলায় যাব,
ব্যাগ ভরে কিনব বই আর
পেট ভরে খাব।
-
বই কিনব, বই কিনব
গল্প, ভ্রমণ, ছড়া
সকাল, দুপুর, সন্ধে, বিকেল
বই যাবে পড়া।
-
ছড়াটি লিখেছে ইমরুল হক। সে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ক্লাস সেভেনে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছড়া লিখে আমাদের কাছে পাঠাতে পার। আঁকতে পারো ছবি, লিখতে পারো গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com