আমাদের ছোট্ট বন্ধু নিলয়ও গিয়েছিল শহীদ মিনারে। দিয়েছে ফুল। সেখানে গিয়ে যা দেখেছে, সেটাই এবার এঁকে ফেলেছে সে।
গতকাল ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিন সবাই শহীদ মিনারে গিয়েছিল। ফুল দিয়ে স্মরণ করেছিল ভাষাশহীদদের।
আমাদের ছোট্ট বন্ধু নিলয়ও গিয়েছিল শহীদ মিনারে। দিয়েছে ফুল।
সেখানে গিয়ে যা দেখেছে, সেটাই এবার এঁকে ফেলেছে সে।
চমৎকার হয়েছে ছবিটা। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মা-বাবার সঙ্গে এসেছে ভাষাশহীদদের স্মরণ করতে। একজন তো বাবার কাঁধেই উঠে বসেছে।
বন্ধুরা, তোমরাও যদি নিলয়ের মতো ছবি আঁকতে পারো, তাহলে সেটা পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়।
তোমার আঁকা ছবি প্রকাশ করবে কিড জোন। ছবির সঙ্গে তোমার একটি ছবি, তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।
আমাদের ই-মেইলের ঠিকানা nbkidzone@gmail.com