বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেলায় এসেছে খায়রুল বাবুইয়ের লেখা বই ‘দুড়ুম’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:৪১

ভিন্ন স্বাদের আটটি গল্প রয়েছে বইটিতে। গল্পগুলোর শিরোনাম আয়নাবন্ধু, জোড়া হালি ডজন, বানরের হাতে আবানের বল, কর্ম-ফল, হাসেম কেন হাসে না, মাছি খেলছে কানামাছি, ভাষ্য স্যার এবং দুডুম।

তোমাদের প্রিয় লেখক খায়রুল বাবুই এবারের অমর একুশে বইমেলায় এনেছেন গল্পবই ‘দুড়ুম’।

ভিন্ন স্বাদের আটটি গল্প রয়েছে বইটিতে। গল্পগুলোর শিরোনাম আয়নাবন্ধু, জোড়া হালি ডজন, বানরের হাতে আবানের বল, কর্ম-ফল, হাসেম কেন হাসে না, মাছি খেলছে কানামাছি, ভাষ্য স্যার এবং দুডুম।

গল্পগুলো পড়লে তোমাদের অবশ্যই ভালো লাগবে।

খায়রুল বাবুই জানিয়েছেন, গল্পগুলো ছোটদের জন্য লেখা হলেও সব বয়সী পাঠক এটা পড়ে মজা পাবেন।বইটির প্রচ্ছদ করেছেন পলাশ সরকার। মুদ্রিত মূল্য ১২০ টাকা।

প্রকাশ করেছে ‘বাবুই প্রকাশ’। বইমেলায় বাবুই-এর স্টল নম্বর হচ্ছে ২৬১ ঘ-ঙ (শিশু চত্বর)।

তোমাদের প্রিয় লেখক খায়রুল বাবুই।

খায়রুল বাবুই তোমাদের জন্য আগেও বই লিখেছেন। তার প্রকাশিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অদ ভূত বদ ভূত, ঠক ঠক, বুদ্ধির জোর, স্কুল যেতে ভয় নেই, গুলতি, সাদা প্রজাপতি, পরী ও নীল কলম, হেইয়ো, সাফারি পার্কে একদিন, এমন বাতাস কেমন বাতাস, মাটিবন্ধু, ঘোড়ার ডিমের ছাই এবং দুড়ুম।

এ বিভাগের আরো খবর