বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলো সূর্যমুখী ফুল বানাই

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২২ ১২:৩৩

আজ আমরা কটনবাড অন্য কারণে ব্যবহার করব। কটনবাড দিয়ে আমরা সূর্যমুখী ফুল বানাব।

কান চুলকালে আমরা কটনবাড ব্যবহার করি।

আজ আমরা কটনবাড অন্য কারণে ব্যবহার করব।

কটনবাড দিয়ে আমরা সূর্যমুখী ফুল বানাব।

চলো তাহলে শুরু করা যাক।

.

যা যা লাগবে

এক প্যাকেট কটনবাড

আঠা

এ ফোর সাইজের কাগজ

সামান্য আটা

মোটা উলের সুতা

.

আটা পানি দিয়ে ভিজিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে ফেল। আটায় রং মিশিয়ে নিলে দেখতে আরও ভালো লাগবে।

.

গোল হয়ে গেলে দুই তালুর চাপে খানিকটা চেপ্টা করে নাও।

.

সব কটনবাডের এক প্রান্ত কেটে ফেল। এবার ছবিতে দেখানো অনুসারে আটার মধ্যে কটনবাড গেঁথে দাও।

.

ঘুরিয়ে ঘুরিয়ে আটার চারপাশে কটনবাড লাগাও।

.

হয়ে গেলে আঠার সাহায্যে সেটাকে কাগজে লাগিয়ে নাও।

.

উলের সুতা দিয়ে ছবির মতো করে পাতা এবং ডাল বানাও। হয়ে গেল তোমার সূর্যমুখী।

এ বিভাগের আরো খবর