বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজকন্যা এঁকেছে সাফিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ জানুয়ারি, ২০২২ ১১:৫১

সাফিয়া সুইডেনে থাকে। পড়ে রোজেন স্কুলে। ওর বয়স পাঁচ বছর।

রঙিন এক রাজকন্যা এঁকেছে সাফিয়া।

বাহারি রঙের জামা পরেছে সে।

জামা পরে বেড়াতে বেরিয়েছে।

রাজকন্যার চুলগুলোও সুন্দর।

এত চমৎকার এক রাজকন্যা আঁকার জন্য আমাদের ছোট্ট বন্ধু সাফিয়া মোবাশ্বিরাকে ধন্যবাদ।

সাফিয়া সুইডেনে থাকে। পড়ে রোজেন স্কুলে।

ওর বয়স পাঁচ বছর।

বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর